• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে দেশিয় চা-পাতাসহ আটক ২

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণকিরপাড় গ্রাম থেকে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ১২০ বস্তা দেশীয় চা-পাতা আটক করেছে র‌্যাব-৯। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোররাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ইউসুফ আলী ও আবুল হোসেন। তারা লাইসেন্সধারী ব্যবসায়ী।
এলাকাবাসী জানায়, উপজেলার গণকিরপাড় গ্রামের ইউসুফ আলী ও আবুল হোসেন দীর্ঘদিন ধরে দেশিয় চা-পাতার ব্যবসা করছেন। তাদেরকে র‌্যাব ধরে নেয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আবুল হোসেনের মালিকাধীন কাঞ্চন টি হাউজ, যার লাইসেন্স নং-২০১৯১১২ এবং ইউসুফ মিয়ার মালিকাধীন পপি টি হাউজ, যার লাইসেন্স নং-৪২৪১।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন, শুনেছি ভোররাতে র‌্যাবের গাড়ি এসেছে, তবে এব্যাপারে থানায় কোন তথ্য দেয়নি র‌্যাব।

শ্রীমঙ্গল র‌্যাব কার্যালয়ে যোগাযোগ করা হলে চা-পাতাসহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও ১২০ বস্তা কি না সঠিক করে বলতে পারেননি র‌্যাব কর্মকর্তা, তবে কত বস্তা এখনো গুনা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ