বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রেলওয়ে পাকিং থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে আবার পাকিংয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলের অগ্রভাগে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ছালেক মিয়াসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে।