• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার অলিপুর-সুরাবই নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক শায়েস্তাগঞ্জ উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)।

আহত দুজন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সিলেট থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় অটোরিকশা। এতে অটোর চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় অটোর চালক জাহাঙ্গীর মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপর দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ