বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে বিনয় পাল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট রেলপথের কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় পাল নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।
রেল পুলিশ জানায়, ওই যুবক রেললাইন দিয়ে হেটে কোথাও যাচ্ছিলেন। এসময় সিলেটগামী তেলবাহী ট্রেন জংশনের পশ্চিম দিকে কুতুবের চক গ্রামের কাছে ট্রেনের নিচে কাটা পড়েন বিনয় পাল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।