লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক সমন্বয়কারী আতাউর রহমান।
সভায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির বাল্যবিয়ে প্রতিরোধে চলমান কার্যক্রম এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয়ে কিভাবে লাখাই উপজেলায় বাল্যবিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসা যায় সে বিষয়ে পরিকল্পনা প্রস্তুতে সহায়তা করেন জেলা ব্যবস্থাপক ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কমর্সূচির তারিক আজিজ।
ওই সভা আয়োজন ও বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করেন এসোসিয়েট অফিসার – সেলপ ঝুমুর দেব।