বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলের মিরপুরের একটি রাস্তা ইট সলিং করে দিলেন উপজেলার কনিষ্ঠ মেম্বার শামীম আহমদ।
উপজেলার মিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ জেলা পরিষদ থেকে অনুদান এনে ১ নং ওয়ার্ডের কচুয়াদী গ্রামের শাহজাহান মিয়ার বাড়ির সামন হইতে আলাউদ্দিন মিয়ার বাড়ী পর্যন্ত ৩৩০ ফুট রাস্তার কাজ সম্পূর্ণ করেছেন।
এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন আসা যাওয়া করে। এমনকি কোন কারনে মহাসড়ক বন্ধ হয়ে পড়লে ওই রাস্তা দিয়ে সিএনজি প্রাইভেটগাড়ি গুলি আসা যাওয়া করে।
এই রাস্তাটি সলিং করে দেওয়ার কারণে হাজার হাজার জনগনের দুর্ভোগ লাঘব হয়েছে।
কচুয়াদী গ্রামের বৃদ্ধ আবুল মিয়া বলেন, কত মেম্বার চেয়ারম্যান আইলা গেলা কেউ রাস্তাটা সলিং করল না, আরেক ওয়ার্ডের মেম্বার রাস্তাটা করে দিছে, আল্লাহ তার করুক।