বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: লন্ডনে সংবর্ধনা দেয়া হয়েছে বাহুবলের কৃতি সন্তান নজীর হোসাইনকে।
আজ বিকাল ৫ঘটিকার সময় ইস্ট লন্ডনের সোনারগাঁ হোটেলের হল রুমে বাহুবল উপজেলা প্রবাসী উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে আমাকে এক সংবর্ধনা দেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি জনাব মুনিম তালুকদার, সাবেক টাওয়ার হেমলেটের সম্মানিত মেয়র জনাব শফিক ভাই( ব্যারিষ্টার), জনাব ফরিদ আহমদ চৌধুরী ব্যারিষ্টার ইন ল এট ইমিগ্রেশন,আমার বিয়াই জনাব মাওলানা ফজলুর রহমান (দরছ), জনাব আতিক ভাই, জনাব আসফাক ভাই, জনাব,জায়েদ ভাই,জনাব ইরফান ভাই,জনাব হিরা মিয়া ভাই, ভাতিজা সুজন এবং আরো অনেকেই।
আসলে এই সম্মান আমাকে নয় আমার কাজকে, আমার প্রানের সংগঠন বাহুবল উপজেলা প্রবাসী উন্নয়ন পরিষদ এর সকল সহযোদ্ধাদেরকে উৎসর্গ করলাম।