নিতেশ দেব, লাখাই (হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক মহসিন সাদেক।
ব্যালটের মাধ্যমে নির্বাচনে তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। এ পদে ছয়জন প্রার্থীর মধ্যে ২৬৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
তিনি লাখাই উপজেলার পূর্ব বুল্লা, পশ্চিম বুল্লা, মনতৈল, রাঢ়িশাল, সিংহগ্রাম, কামড়াপুর, সুনেশ্বর, গোপালপুর, নিদানপুর,গুনিপুর, ভরপূর্ণী, বেগুনাই করাব, শ্যামপুর, ফুলতৈল, বেকিটেকা, ধল, হুসেনপুর সহ রিচি এলাকার সকল অভিভাবকের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।