নিতেশ দেব, লাখাই ( হবিগঞ্জ) :- হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান এর সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মোস্তাফিজুর রহমান, মৎস কর্মকর্তা আবু ইউসুফ, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল মুত্তালেব, অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন সাদেক।
সভা শেষে ১লাখ ২০ হাজার টাকা ঋন ও সফল সংগঠন ও নারী উদ্যোগক্তাদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।