বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দপুরে এ বিক্ষোভ করেন তারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে এ সময় আরও ছিলেন- মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আবুল খায়ের অপু, রায়েদ চৌধুরী রিংকু, খন্দকার খুরশেদ আলম সুজন, সেলিম আহমেদ, মেরাজ আহমেদ, সারাজ আহমেদ, জোসেফ বখত চৌধুরী, আলী আহমেদ রুমান, বেলাল আহমেদ, খন্দকার মঞ্জুর আলী, কাউছার আহমেদ বিশাল।
মুশফিক বলেন, নিজেদের জীবন দিয়ে হলেও এ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।