বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর টিপু আহমেদ জামিনে জেল থেকে বের হবার সময় জেল গেইট থেকে আবার গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটেছে। তবে পুলিশের কোন সংস্থায় গ্রেফতার করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সকালে জেলা ও দায়রা জজ আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
নবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া গণমাধ্যমকে বলেন, জামিনের পর সন্ধ্যায় জেল থেকে বের হলে তাদেরকে জেল গেইট থেকেে একটি কালো রংয়ের হাইওয়েস গাড়ী সাদা পোশাকে একদল পুলিশ তিনকে তুলে নিয়ে যায়।
এদিকে তিন নেতার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না মর্মে অভিযোগ করেন দলীয় নেতাকর্মীরা। পুলিশ, ডিবি ও র্যাব কার্যালয়ে খোঁজ করে তাদের পাওয়া যাচ্ছে না।