বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী। জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলমসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
পরে প্রধান অতিথি চুনারুঘাট উপজেলা বালিকা দল ও নবীগঞ্জ উপজেলা বালক দলের সাথে পরিচিত হন। প্রতিযোগিতায় বালক বালিকা মিলে জেলার ১৮টি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় চুনারুঘাট উপজেলা একাদশ মুখোমুখী হয় নবীগঞ্জ উপজেলা একাদশের। খেলায় গোল শুন্য ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায়। এতে চুনারুঘাট উপজেলা একাদশ ৫-৪ গোলে জয় লাভ করে।