বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
নিতেশ দেব, লাখাই প্রতিনিধিঃ- লাখাই উপজেলায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়ের পরিচালনায় ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন , মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, গাজী শাহাজান চিশতী, নূরুল ইসলাম, আব্দুল আহাদ, নূরুল আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এর আগে একটি রেলী বেড় করা হয়।