• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাল মার্কিং

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও মৌলভীবাজার পৌরসভা। এ লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাল মার্কিং করে দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সরেজিমন পরিদর্শন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মনজুর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমান।

চৌমোহনা, কুসুমবাগ ও বেরিরপাড় এই তিনটি পয়েন্টে থাকবে লাল মার্কিং। রাস্তার পয়েন্ট থেকে এই লাল মার্কিং পর্যন্ত কোনো প্রকার গাড়ি থামানো যাবে না। এটি বাস্তবায়নে কাজ করবে ট্রাফিক পুলিশ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, পৌরসভার কাউন্সিলর ফয়সল আহমদ ও অ্যাডভোকেট পার্থ সারথি পাল, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, সদর মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মারিকুল ইসলাম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মনজুর রহমান জানান, ‘মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত রাখতে আমরা নানামুখী পদক্ষেপ নিয়েছি। তারই অংশ হিসেবে এই উদ্যোগ। প্রতিটি গুরুত্বপুর্ণ পয়েন্টে আমরা লাল মার্কিং করে দিচ্ছি। এখন থেকে কেউ পয়েন্ট থেকে মার্কিং পর্যন্ত দাঁড়াতে পারবে না, যাত্রী নামাতে-তুলতে পারবে না। এখানে দাঁড়ানো, থামা, পার্কিং নিষেধ।’

পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন- ‘চৌমোহনায় সবসময় যানজট লেগে থাকে। এই যানজট কমাতে জেলা পুলিশ ও পৌরসভা যৌথভাবে উদ্যোগ নিয়েছে। এই মার্কিংয়ে কেউ গাড়িয়ে থামিয়ে শপিং করতে পারবে না। কোনো প্রকার পরিবহন থামতে পারবে না, দাঁড়াতে পারবে না। আশা  করছি যানজট কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ