বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
নিতেশ দেব, লাখাই ( হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই সড়কের মনতৈল ব্রিজ নাম স্থানে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাকিবুল হাসান রমজান নামে এক যুবক নিহত হয়েছে।
গত রবিবার রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটে। সে উপজেলার মনতৈল গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাতে স্থানীয় বুল্লা বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে ওই স্থানে অজ্ঞাত একটি গাড়ি রাকিবুল হাসান রমজান কে ধাক্কা দিয়ে চলে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।