কমলগঞ্জ প্রতিনিধি :”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপজেলা প্রশাসনের আয়োজনে সেমবার ২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, উপজেলা কৃষি অফিসার জয়ন্ত রায়, মৎস্য অফিসার সিদ্দিকুর রহমান, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রাণী সম্পদ অধিদপ্তরের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দু ভূষন দেব, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।