• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাজারে যাওয়া হল না মা ছেলের

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩

জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক চাপায় সিএনজিতে থাকা মা ছেলে নিহত হয়েছে। আহত ৩ যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে।

জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিযার স্ত্রী জমিলা খাতুন(৪৫) ও ছেলে মতিবুর রহমান(২৫) সহ ৪/৫ জন সিএনজি অটো রিক্সা নিয়ে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এসময় ঢাকা সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজের কাছে আসলে পিছন দিক থেকে চেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়। এসময় জমিলা খাতুন(৪৫) ঘটনাস্থলেই মারা যান।এমতাবস্থায় পথচারী লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।আহত ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে জমিলা খাতুনের লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ