• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩

করাঙ্গীনিউজ: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্নভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে ইন্টার্ন নার্সরা।

রোববার দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে তারা এই কর্মসূচী পালন করেন।

এ সময় বক্তারা বলেন, ইন্টার্ন ভাতা প্রদানের কথা থাকলেও দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ রয়েছে। বিনা বেতনে তারা রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সরকার দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি রুদ্র চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নমিতা রানীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মো. শাওন, সাদী, তানজিনা, চৈতি, রাকিব প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ