বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নবীগঞ্জ উপজেলা কর্তৃক টিডিপি ওয়ার্ড প্লাটুন ১০ দিন ব্যাপী প্রশিক্ষন শেষে বৃহস্পতিবার সকালে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ ও ভাতার নগদ অর্থ প্রদান করেছেন অনুষ্টানের প্রধান অতিথি পৌরসভার প্যানেল মেয়র-১ আওয়ামীলীগ নেতা এটিএম সালাম।
পৌর এলাকার ১, ২, ৪ ও ৫নং ওয়ার্ডের প্রশিক্ষনে আগ্রহী ৬৪ জন ছেলে-মেয়ে অংশ গ্রহন করেন।
রাজাবাদ প্রাইমারী স্কুলে ১০ দিন ব্যাপী প্রশিক্ষন শেষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ভিডিপি অফিসার খাদিজা ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ভিডিপি ইন্সট্রাক্টর আব্দুল আউয়ালের পরিচালনায় সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম।
এতে বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী দিলরুবা বেগম, আবু ইউছুপ রুবেল, ওয়ার্ড দল নেতা সাহিদুর রহমান, দলনেত্রী মিতা বেগম প্রমূখ।