বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দ্বিমুড়া রহমানিয়া ফাজিল মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়েছে।
তমাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ সাইফুর রহমান জুয়েল এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ, সহকারী অধ্যাপক মাওলানা ওবায়দুল হক, প্রভাষক ফেরদৌস আহমেদ, মাওলানা মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল হাই মাষ্টার, আহমেদ রেজা, মাদরাসার ছাত্র আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ তোফায়েল আহমেদ।
এছাড়াও মাদরাসার সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, পুথি নিলয় প্রকাশনীর জেলা প্রতিনিধি মোঃ হারুন মিয়া, লামাতাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ তাহির মিয়া, মোঃ ইউনুস মিয়াসহ অন্যান্য অতিথিগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্টান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।