• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

করাঙ্গীনিউজ:
হবিগঞ্জের মাধবপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলো বাহুবল উপজেলার হিমারাগাও গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার মো. দানু মিয়ার ছেলে ছালেহ আহমদ (৩৩), একই এলাকার আমরু মিয়ার ছেলে আল আমিন (২৯), লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩২) ও মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮)।

এ সময় তাদের কাছ থেকে রামদা, দা, ছুরি, রশি ও রড কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান, শনিবার দিবাগত গভীর রাতে একদল ডাকাত মহাসড়কের উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) আটককৃতদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ