বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: ঢাকাস্থ হবিগঞ্জবাসীর বৃহৎ সংগঠন ‘হবিগঞ্জ এসোসিয়েশন’ এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ইস্কাটন তাকওয়া হসপিটালের কনফারেন্স রুমে কাউন্সিল হয়।
নির্বাচন কমিশন চেয়ারম্যান ডিএম মওদুদ আহমেদের সভাপতিত্বে ও নির্বাচন কমিশন সৈয়দ সোয়েব আহমেদের সঞ্চালনায় প্রফেসর ডা. কামরুল হাসান তরফদারকে পুনরায় সভাপতি, ড. সৈয়দ শাহ্ এমরানকে পুনরায় সাধারণ সম্পাদক ও মোঃ জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য কমিটির মধ্যে ২০২৩ -২৬ সেশনের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন, মোঃ সফিকুল বারী সিনিয়র সহসভাপতি, জয়ন্ত কুমার দেব, মোঃ জাহাঙ্গীর ভূইয়া (অব: পুলিশ সুপার), আবু সৈয়দ দিলজার হোসেন (চেয়ারম্যান বিটিআরসি) ও সৈয়দা ফায়েজা বেগম সহসভাপতি, রিপন কবির লস্কর (উপ-পরিচালক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়) অর্থ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ, মোঃ সেলিম মিয়া চৌধুরী ও মোঃ আব্দুল মান্নান যুগ্ম সাধারণ সম্পাদক, শাহ আলম কবির সহ-সাংগঠনিক সম্পাদক, প্রশান্ত কুমার সরকার দফতর ও আইসিটি সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রব সমাজ কল্যাণ সম্পাদক, দেওয়ান ইমরান রাজা শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, এড. মোঃ আলমগীর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, নেওয়াজ চৌধুরী ক্রীড়া ও বিনোদন বিষয়ক সম্পাদক, মোঃ শফিউল ইসলাম রায়হান প্রচার ও প্রকাশনা সম্পাদক।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যগণ হলেন, বীর মুক্তিযোদ্ধা খান মোঃ বাচ্ছু (আজমিরীগঞ্জ), আব্দুল কাইয়ূম সেলিম (নবীগঞ্জ), মাহবুর আলম মালু (লাখাই), মোঃ হাফিজুর রহমান ( মাধবপুর), ইবনে জামান শামসু (চুনারুঘাট), এড. মোঃ নিজাম খান (মাধবপুর), মোঃ ইমরান রউফ (হবিগঞ্জ), এড. আফছার উদ্দিন চৌধুরী (মাধবপুর), হেলাল আহমেদ (হবিগঞ্জ), মোঃ সিরাজুল ইসলাম বাচ্ছু (শায়েস্তাগঞ্জ)।