বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিক্সা ও টমটম ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে আব্দুল আজিম (৫৫) নামের ওই ব্যবসায়ী মারা যান।
নিহত আব্দুল আজিম উপজেলার শিবপাশা যশকেশরী গ্রামের বাসিন্ধা ও শিবপাশা বাজারের ব্যবসায়ী।
জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিক্সা শিবপাশা বাজার অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি টমটম ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে উভয় যানের অন্তত ৫ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক আব্দুল আজিমকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।