• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের সমাপনি

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ থেকে :মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ইং এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় তিলকপুর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক মোসাহীদ আলীর সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার।
টূর্ণামেন্টের সমাপনী ছেলেদের খেলায় আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়  ৭ -৬ গোলে মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় এবং মেয়েদের খেলায় কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  ৩ – ১ গোলে মিরতিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়-কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। সমাপনী খেলায় শত শত ক্রীড়ামোদী দর্শক ছাড়াও  জনপ্রতিনিধি, রাজনৈতিক,  শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ