• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটের সাতছড়িতে কিং কোবরা অবমুক্ত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে লোকালয় থেকে ধড়া পড়া একটি কিং কোবরা সাপ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা কমিটি এটিকে অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামছুন্নাহার চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাতছড়ি রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন, ইউএসএইড এর প্রতিনিধি সামছ উদ্দিন, রোখসানা আক্তার, বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন, সিএমসি কোষাধ্যক্ষ সত্যেন্দ্র দেব, প্রধান শিক্ষক পংকজ নাহা, শিক্ষক বশির আহমেদ, পিপলস ফোরাম সভাপতি শফিকুল ইসলাম আবুল, সহ-সভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক মোবাশ্বির আলী প্রমুখ।

সাতছড়ি জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ জানান, অবুমক্ত হওয়া সাপটি লম্বায় আনুমানিক ৪ ফুট হবে।

গত মঙ্গলবার তেলিয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে লোকজন এটি আটক করে। পরবর্তীতে খবর পেয়ে সাতছড়ি উদ্যানে কর্মরতরা সেখান থেকে নিয়ে আসেন।

তিনি আরো জানান, সাতছড়ি উদ্যানসহ হবিগঞ্জের বিভিন্ন পাহাড়ি এলাকায় নানা প্রজাতির সাপ রয়েছে। এগুলোকে যাতে মেরে ফেলা না হয় সে ব্যাপারে আরো বেশি করে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ