• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

অবসর প্রাপ্ত স্টাফদের সম্মাননা ও টি এস্টেট স্টাফ এ্যাসোিসিয়েশনের সাধারণ সভা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এ্যাসোসিয়েশনের  ৫৯তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত ও এক সাথে অবসর নেওয়া ২৫০জন চা বাগানের স্টাফকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়।

এ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস,এম জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক আলোচনার পাশাপাশি গত ১০ আগস্ট নিম্নতম মজুরী বোর্ড প্রকাশিত গেজেটে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের উৎসব ভাতা ও বোনাস একিই স্কিমে রাখাসহ একাধিক বিষয় পূর্বের চুক্তির সাথে সাংঘর্ষিক বলে জানান বক্তারা। যা সংশোধন করে পুন: গেজেট প্রকাশের দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ