• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ট্রেনের ইঞ্জিনে ভ্রমণ করায় ৬ যাত্রী আটক

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ থেকে ফিরে: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বিনা টিকেটে ট্রেনের ইঞ্জিন থেকে ছয় যাত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার ( ৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার মিঠুরচক গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র রাজু মিয়া (২৪), মাদারীপুর সদর উপজেলার ভানগুরা গ্রামের শহিদুল মিয়ার পুত্র ফয়সল মিয়া (১৮), মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের সমর বুনার্জির পুত্র সমিরন বুনার্জি (৪৫), হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের ফারুক মিয়ার পুত্র শাহরাজ মিয়া (১৯), শায়েস্তাগঞ্জ উপজেলা জগতপুর গ্রামের ফজর মিয়া পুত্র রনজু মিয়া (২৬) ও আখাউড়া উপজেলার খরমপুর গ্রামের চান মিয়ার পুত্র রবিউল মিয়া (২৭)।

রেলওয়ে পুলিশ জানায়- গত ৩১ আগস্ট শায়েস্তাগঞ্জে উদয়ন, উপবন ট্রেনের ছাদ থেকে ১৪ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনে বিনা টিকেটে ভ্রমণ করার অপরাধে তাদের আটক করে রেল আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান- এ অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ