• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রাজনগরে ৩ ডাকাত আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় এসআই সোলেমান আহমদ, এসআই সওকত মাসুদ ভূইয়া ও এ এসআাই সান্টু চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম অিভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি ডাকাত জাকির হোসেন (৪১), রুবেল মিয়া (৩০) ও মো. আমির হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেন।

এসময় গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত খেলানা পিস্তলসহ দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করেন পুলিশ সদস্যরা। রাজনগর থানাসুত্রে জানা যায়, গত শুক্রবার ২৪ আগস্ট রাতে রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের লালাপুর গ্রামের জনৈকা আমিরুন নেছার বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত প্রবেশ করে ঘরের তালা কেটে ঘরে ঢুকে আমিরুন নেছাসহ পরিবারের অন্যান্য সদস্যদের হাত পা বেধেঁ জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন শনিবার আমিরুন নেছা বাদী হয়ে রাজনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। গ্রেপ্তারকৃত ৩ ডাকাতকে রোববার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ