বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় আজকের মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি তাঁদের সকলের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতীর শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বীর মুক্তিযোদ্ধাসহ মৌলভীবাজারের সকল শ্রেণির নাগরিকদের হাসি মুখে সেবা দিতে মৌলভীবাজার জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।