মোহা. অলিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী পুলিশের কাচায় বন্ধি হয়েছে।
আজ বুধবার বেলা আড়াইটায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ রাকিবুল হাসান গোপন সংবাদে তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালিয়ে বিশ লাইন এলাকার বিদ্যা সাগরের ছেলে প্রসেনজিৎ(১৯), ধীরেন্দ তাতীর ছেলে দ্বিপক পানতাতী(১৯) এবং নারপ পানতাতীর ছেলে কোমল পানতাতী (১৮) কে আটক করে।
এসময় তাদের হেফাজত হতে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামালা রুজু হবে বলে এস আই মোঃ রাকিবুল হাসান জানিয়েছেন।