• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে আদালতের নির্দেশে মালামাল ধ্বংস

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিজ্ঞ আদালতে নিষ্পত্তি হওয়া ৩৪টি মামলার বিভিন্ন আলামত ধ্বংস করেছে পুলিশ।

বুধবার (৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত আলামতের মধ্যে মোট ৫৭৬ পিস ইয়াবা, ৪ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ১০৩ লিটার চোলাই মদ এবং বিভিন্ন নকল কসমেটিকস দ্রব্যাদি ছিল।

এছাড়া বিজ্ঞ আদালতের আদেশে ৩ লক্ষ ৫৪ হাজার ২০০ টাকা, একটি ওয়েব ক্যামেরা ও ৯ টি শাড়ি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
এর পাশাপাশি বিজ্ঞ আদালতের আদেশে ২ লক্ষ ১৯ হাজার ৫১০ ভারতীয় রূপিসহ ৫ হাজার ৫০০ জাল টাকার নোট বাংলাদেশ ব্যাংক, সিলেট শাখায় জমা দেওয়া হয়। এছাড়াও ৩ হাজার ৩৯০ ইউএস ডলার ও জুয়া মামলার আলামতসহ মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৪৭০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

বিজ্ঞ আদালতের আদেশে ১ টি ভারতীয় এয়ারগান, ১ টি ম্যাগাজিনসহ পিস্তল, বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ৬২ টি বিস্ফোরিত বোমার ধাতব বল, ৩৫০টি গুলির খোসা, টিআর গ্যাসের ৮টি খোসা মৌলভীবাজার পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়া হয়।

এসময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়াসহ কোর্ট পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ