• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রীমঙ্গলে আবৃত্তি ও রবিন্দ্র সংগীতের আসর

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ৮২তম প্রয়াণ দিবস  উপলক্ষে আলোচনা, আবৃত্তি  ও রবীন্দ্র সংগীতের আসর ” শ্রাবণ ধারা” অনুষ্টিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে  শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমী আয়োজনে  ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে  মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  কবি প্রফেসর নৃপেন্দ্র লাল দাস।
শ্রীমঙ্গল সংস্কৃতিক একাডেমির সভাপতি  সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এসময় কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর কে নিয়ে আলোচনা করেন শ্রীমঙ্গল  উপজেলা  নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্ধীপ  তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের প্রাক্তন পরিচালক ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী,  শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টু ও আবৃত্তি  শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম চৌধুরী,  দেবব্রত দত্ত হাবুল, প্রসেনজিৎ রায় বিষু, শ্যামল আচার্য , শ্রীমঙ্গল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিনা সরকার, কবি সঞ্জিত বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক যায়যায়দিন শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম, যন্ত্রশিল্পী মলয় দত্ত, বর্ণ চক্রবর্তী, রাসেল আহমেদ ও রাজেশ ভৌমিক  প্রমূখ।
সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক কৃষ্ণা সূত্রধর , জয়া শ্যাম, শেলী সূত্রধর ও উল্লাস দেবনাথ। আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ