• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ‘অজ্ঞান পার্টি’ আতঙ্ক

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চেতনানাশক ঔষুধ ছিটিয়ে ঘুমন্ত মানুষদের অজ্ঞান করে পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে জনসাধারণের মাঝে ‘অজ্ঞান পার্টি’ অতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, চোর চক্রটি রাতের আধারে সুবিদামত সময় বাসার জানালার গ্রিল কেটে চেতনানাশক ঔষুধ স্প্রে করে ঘুমন্ত লোকজনকে অজ্ঞান করে ফেলে। এই সুযোগে বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, সর্বশেষ গত শুক্রবার ভোররাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়াস্থ মরহুম ডাঃ আব্দুর রউফের বাসায় চেতনানাশক স্প্রে ছিটিয়ে লোকজনকে অজ্ঞান করে চুরি সংঘটিত হয়। খবর পেয়ে স্থানীয়রা অজ্ঞান লোকজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
এর আগে একই গ্রামের লিটন মিয়া ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল হেলিম এবং সাবাসপুরে এনজিও কর্মকর্তা দেলোয়ার হোসেনের বাসায় একই পদ্ধতিতে চুরি সংঘটিত হয়েছে।
এদিকে, ‘অজ্ঞান পার্টি’র লোকজন একের পর এক ঘটনা ঘটালেও পুলিশ নিরব কেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি, প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনায় পড়তে হচ্ছে ওয়ার্ডবাসী। তিনি শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি কামনা করেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, শায়েস্তাগঞ্জে চোর ডাকাতের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চোর ডাকাতরা এখন নতুন নতুন কৌশল অবলম্বন করছে। চেতনা নাশক স্পে ব্যবহার করে কখনো চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে অজ্ঞান করে বাসা বাড়িতে চুরি ডাকাতি হলেও পুলিশ এসব ঘটনায় কাউকে চিহিৃত করতে পারেনি।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, চুরির ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। দ্রুতই রহস্য উদঘাটন করবে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ