• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে বিএনপি নেতা গউছকে ছুরিকাঘাতের দায়ে ইলিয়াছের কারাদণ্ড

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউছকে কারাগারে ছুরিকাঘাতের ঘটনার দোষী সাব্যস্থ করে আসামী ইলিয়াছকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার-৩ মো. আবদুল আলীম এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ইলিয়াছ মিয়া ওরফে ছোটন (৩৫) শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের সালেহ আহাম্মদ এর ছেলে।

আদালত সূত্র জানায় , বিগত ২০১৫ সালের ১৮ জুলাই হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া (জিকে) গউছ হবিগঞ্জ জেলা কারাগারে ছিলেন। ঐদিন ঈদুল আযহার নামাজ শেষে তাকে একটি প্লাস্টিকের বালতির ষ্টীলের হাতল দিয়ে আঘাত করেন ইলিয়াছ। এঘটনায় তৎকালীন জেলার মো. শামীম ইকবাল একটি মামলা দায়ের করেছিলেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ২৬ নভেম্বর ইলিয়াছের নামে অভিযোগপত্র দাখিল করেন হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ মামলায় দশ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় । রায় ঘোষণা কালে আসামি অনুপস্থিত ছিল।

সূত্রে জানা গেছে,  ২০০৮ সালের ১৩ এপ্রিল শায়েস্তাগঞ্জের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের যুবক সুজনকে প্রকাশ্য হত্যা করে ইলিয়াছ, একই বছরের শেষের দিকে দিঘিরপাড়ের হকার আব্দুল আজিজকে হত্যা করে ইলিয়াছ। এছাড়াও চুনারুঘাটের সিএনজি চালক আব্দুল জলিলকে বাহুবলে হত্যা করে। জলিল হত্যার পর বাহুবল থানা পুলিশ ও আজমিরীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযানে আজমিরীগঞ্জের মার্কুলী থেকে গ্রেফতার করে। এরপর থেকে সে কারাগারেই ছিল।২০১৭ সালে উচ্চ আদালত থেকে ইলিয়াছ অস্থায়ী জমিনে কারাগার থেকে বের হয়ে দলবল নিয়ে আদালত প্রাঙ্গণে মহড়া দেয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ