বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি,মুক্তিযোদ্ধাদের সাথে অশুভ আচরণ,মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদ ও প্রতিকার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
আজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমানের পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বশির, ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী, ৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ৪নং বাহুবল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী,৬নং মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক রাহিন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারক লিপি দেয়ার কথা রয়েছে।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, আমি একজন নিরীহ মানুষ, আমার বড় কোন গোষ্ঠী নাই, বাহুবল উপজেলাবাসী আমার ইস্টি গোষ্ঠী, তিনি বলেন আমি গতকাল শুনেছি মাইকিং করে আমার বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতি নেয়া হচ্ছে, কিন্তু কেনো হচ্ছে আমি কিছুই জানিনা,একটি স্বার্থসেবী মহল তাদের স্বার্থ হাসিল করতে না পেড়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে,বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান,আমি তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি, তাদেরকে ভুল বুঝিয়ে এই স্বার্থসেবী মহলটি আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে।