বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ফাটাবিল গ্রামের মৃত আবুল কাশেম খানের স্ত্রী বিধবা আজিজুন্নাহারের বসতবাড়ির চলাচলের রাস্তা জোর বন্ধ করে দিয়েছে এলাকার এক প্রভাবশালী মহল।
এ ঘটনায় আজিজুন্নাহার বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে সোমবার বিকেলের দিকে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টার দিকে ফাটাবিল একই গ্রামের আ: জাহিরের পুত্র হিরাই মিয়া, আ: লতিফের পুত্র ফজল আলী ও কদর আলীগণ জোর পূর্বকভাবে আজিজুন্নাহারের বসতবাড়ির চলাচলের রাস্তায় বাঁশ, টিন বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়।
আজিজুন্নাহার প্রতিবাদ করলে হিরাই মিয়া ও তাহার সহযোগিরা বিভিন্ন সময় আজিজুন্নাহার ও তার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি-ধামকি সহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এ বিষয়ে সুবিচার পাওয়ার জন্য নিরীহ আজিজুন্নাহার প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। এ নিয়ে উভয়ের মাঝে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিতে পারে বলে এলাকাবাসীর ধারণা।