• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে ঢলের তোড়ে হারিয়ে যান পর্যটকরা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
বর্ষার মৌসুমে বিপজ্জনক হয়ে উঠে সিলেটের পর্যটন এলাকা সাদাপাথর ও জাফলং। ওপারে ভারতের মেঘালয়। বিস্তীর্ণ পাহাড়ি ঢল। প্রায়ই বৃষ্টি হয়ে থাকে ওই এলাকায়। হঠাৎ হঠাৎ নামে ঢলও। এ সময় পর্যটকরা নদীর উৎসমুখে পানিতে থাকলে ভেসে যান। এবার এ ধরনের দুটি ঘটনা ঘটেছে সিলেটের সাদাপাথর ও জাফলং এলাকায়। সাঁতার কাটতে নেমে ঢলের পানিতেই হারিয়ে যান পর্যটকরা। এরমধ্যে সাদাপাথরে কয়েকদিন আগে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ মিলেছে। গত বৃহস্পতিবার জাফলংয়ে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ গতকাল বিকাল পর্যন্ত মেলেনি।

পর্যটকের খোঁজে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানায়- গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় পিয়াইন নদীর জিরো পয়েন্টে সাঁতার কাটতে নামলে প্রবল স্রোতে আল-ওয়াজ আরশ নামের এই কিশোর পর্যটককে ভাসিয়ে নিলে সে নিখোঁজ হয়।

আরশ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের বাসিন্দা পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। আরশ, তার বাবা মা ও ছোট ভাই মিলে দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। বাবা-ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় একপর্যায়ে বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছেন দেখে লোকজন বাবাকে উদ্ধার করতে পারলেও মুহূর্তে প্রবল স্রোতের টানে ছেলে আরশ তলিয়ে যায়।

বিকালে স্থানীয় এক নৌকা চালক জানান, পিয়াইন নদীতে স্রোতে পর্যটক তলিয়ে যাওয়া দেখে আমরা নৌকা নিয়ে এগিয়ে এসে বাবাকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি। গতকাল বিকাল পর্যন্ত আরশের খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. রতন শেখ জানিয়েছেন- উদ্ধার অভিযান চলছে। পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে। এর আগে গত রোববার বিকালে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে নেমে সাঁতার দিতে গিয়ে নিখোঁজ হন ঢাকার মিরপুর-১১ এলাকার মৃত আবুল কালামের ছেলে আবদুস সালামকে। নিখোঁজের প্রায় ৪৪ ঘণ্টা পর কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে লাশটি ভেসে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন- ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। গত রোববার দুপুরের দিকে পানিতে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সালাম। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। সালামের সঙ্গে আসা বন্ধু মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন- তারা সবাই পানিতে নেমেছিলেন। তাদের মধ্যে সালাম কিছুটা গভীরে চলে গিয়েছিলেন। একপর্যায়ে সালাম পানির স্রোতে তলিয়ে যান। সালাম পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানান সাজ্জাদ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ