বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ:
গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদী ও হাওরের পানি। প্লাবিত নিম্নাঞ্চল থেকেও পানি নামতে শুরু করেছে। তবে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে, মঙ্গলবার সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭ সে.মিটার, ছাতক পয়েন্টে ১৩০ সে.মিটার ও দিরাই পয়েন্টে ২ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০মি.মি. ও লাউড়েরগড়ে ৯০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাউবো সূত্রমতে, সীমান্তের ওপারের ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় দ্রুত বাড়েনি পানি।
জানা গেছে, ছাতকের ইসলামপুর ইউনিয়নের কিছু ঘরবাড়িতে পানি উঠেছে। ছাতক পৌর শহরের বাঘবাড়ী, তাতিকোনা, বৌলা, চরেরবন্দ এলাকায় এবং শহরতলির নোয়ারাই এলাকার কিছু ঘরবাড়িতে পানি উঠেছে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, সুনামগঞ্জ শহরের সরকারি কলেজ এবং ছাতক ও বিশ্বম্ভরপুরের তিনটি আশ্রয়কেন্দ্রে ভয়ে ৩৭টি পরিবার আশ্রয় নিয়েছেন।