বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: বিরোধপূর্ণ জমিতে ঘর তোলা নিয়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
নিহতরা হলেন, ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান (৫২) ও একই গ্রামের বাসিন্দা হেলাল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শাল্লা উপজেলার কার্তিকপুর গ্রামের মুজিবুর রহমান এবং নিজাম উদ্দিন গ্রুপের লোকজনের মধ্যে সাতপাড়া বাজারে ঘর তৈরি নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালীন বুকে টেটা বিদ্ধ হয়ে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় হেলাল নামে আরেক যুবক মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।