• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শাল্লায় ঢলের পানিতে দুই শিশু সন্তানসহ নিখোঁজ মা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

করাঙ্গীনিউজ:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্রোতে পড়ে মাসহ দুই শিশু সন্তানসহ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজসংলগ্ন সেতুর নিচে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচ দিয়ে বাহারা ইউনিয়ন থেকে সড়ক পথে শাল্লা সদরে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় সেতু নিচে ভাঙ্গা অংশ পারাপারের সময় ঢলের স্রোতে ভেসে যান দুই সন্তানসহ মা। নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিখোঁজ মহিলা বাহারা ইউনিয়নের কোনো গ্রামের হবে।

শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী স্থানীয়ভাবে উদ্ধার কাজ চলছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ