বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে একটি ডুমরো গাছের ডাল থেকে ঝুৃলন্ত অবস্থায় জাহাঙ্গীর মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের ভুলকোট আদর্শ বিদ্যানিকতের পশ্চিম দিকে তেলিখাল নদীর পাশে একটি ডুমরো গাছ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ওসি তদন্ত প্রজিত কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের স্বজনরা জানিয়েছেন তিনি মানষিকভাবে বিকার গ্রস্থ,দুদিন ধরে তারা তাকে খুঁজে পাচ্ছেন না।
তিনি আরো বলেন নিহতের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।