বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট ও হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছ কাটার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে হবিগঞ্জবাসী।
হবিগঞ্জবাসীর ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন সাধারণ মানুষ। পরে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাবেক ছাত্রনেত্রী মাহমুদা খা, ছাত্রনেতা প্রণব কুমার দেব প্রমূখ।
বক্তারা বলেন, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের গাছগুলোর মাধ্যমে যে পরিবেশগত ভারসাম্য সৃষ্টি হয়েছে, গাছগুলো কেটে ফেলার কারণে উক্ত ভারসাম্য নষ্ট হবে এবং পরিবেশগত উষ্ণায়ন বেড়ে যাবে। তাই গাছকাটা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে। জেলা সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আন্দোলন করব আমরা।
পরে অবরোধস্থলে এসে হবিগঞ্জের ভয়াবহ লোডশেডিং সমস্যা এক সপ্তাহের মধ্যে নিরসন করার প্রতিশ্রুতি দেন হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম।
তিনি বলেন, হবিগঞ্জে বিদ্যুতের চাহিদা প্রতিদিন ১৯ মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি মাত্র ৭ মেগাওয়াট। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।