বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগেঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার ভোর রাতে উপজেলার মিরাশি ইউনিয়নে পৃথক স্থানে অভিযান চালিয়ে ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার ও এসআই শহীদুল ইসলাম ১০৫পিস ইয়াবাসহ জালিয়া বস্তীর মোজাফর আলীর ছেলে আব্দুল আজিজ (৩৫) ও সাত্তালিয়া এলাকার নুর মিয়ার ছেলে জসিম (২৫)সহ তাদেরকে মাদক বিক্রয় কালে আটক করেন।
ওসি শেখ নাজমুল হক জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। চুনারুঘাট উপজেলার ভারত ঘেষা সীমান্ত এলাকার সব মাদক স্পট গুঁড়িয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী অভিযান চলছে। কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।