বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২ ডাকাত কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল সীমান্তবর্তী রামনগর গ্রামের কদর আলীর ছেলে খোকন ডাকাত (৪৫) ও পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের আউয়াল মিয়ার ছেলে হানিফ মিয়া ওরফে রুবেল (৩৫)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, রোববার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী রামনগর এলাকা থেকে খোকন কে ও জগদীশপুর এলাকা থেকে রুবেল কে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।