বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
কামরুল হাসান: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল এবারও জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো জেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। একইসাথে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) মোহাম্মদ নুরুল হক। তিনিও এবার নিয়ে ৬ষ্টবারের মতো জেলার সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হলেন।
জানাগেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২২ মে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই কার্যক্রম পরিচালিত হয়। ওই কার্যক্রম শেষে এই ঘোষণা করা হয়।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্ল্যা জানান- শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক ফলাফল, ভৌতঅবকাঠামো, শিক্ষকদের যোগ্যতা ও শিক্ষার মান, জাতীয় অনুষ্ঠানসমূহ পালন, ক্রীড়া ও সাংস্কৃতির চর্চা, পরিস্কার পরিচন্নতা, প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব, আর্থিক শৃঙ্খলা ইত্যাদি বিষয় বিবেচনায় এনে এ স্বীকৃতি দেয়া হয়।