বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
কামরুল হাসান : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ থেকে তিন শিক্ষার্থী হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু করেছে। পরিভ্রমণের সময় তারা সচেতনতামূলক তিনটি স্লোগান বহণ করবেন- রক্ত দিন জীবন বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান, স্কাউটিং করব সুন্দর জীবন গড়ব।
রবিবার (২১ মে) সকাল ৮ টায় তাঁদের পথ পরিভ্রমণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম। তাঁরা গন্তব্য পৌঁছাবে ২৫ মে।
তিন শিক্ষার্থীরা হলেন- পারভেজ মিয়া, আশরাফুল ইসলাম সাইফ, সজিব আল হাসান। তাঁরা ময়মনসিংহ পলিটেকনিক ইনষ্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং রোভার স্কাউট গ্রুপের সদস্য।
রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে এই পরিভ্রমণ করবেন তারা।
পাঁচদিন ব্যাপী কর্মসূচিতে শায়েস্তাগঞ্জ থেকে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ হয়ে বিছনাকান্দি, সিলেট পর্যন্ত হেঁটে পরিভ্রমণ করবেন তারা।
এছাড়াও পরিভ্রমণের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সাক্ষাত করবেন বলে জানান তিন শিক্ষার্থী।
তিন শিক্ষার্থীর দলপ্রধান পারভেজ মিয়া বলেন, তাঁরা ময়মনসিংহ থেকে ২০ মে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছান। সেখানে ইউএনওকে তাঁদের কার্যক্রম সম্পর্কে অবগত করান এবং প্রয়োজনীয়সব কাগজপত্র প্রদান করলে তাদের রাত্রীযাপনের জন্য হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রেষ্টহাউজে ব্যবস্থা করেন। যথারিতি রবিবার সকাল ৮টায় তাঁদের পথ পরিভ্রমণ শুরু হয়। # ছবি সংযুক্ত