বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ১২কেজি গাঁজাসহ মোকলেছ মিয়া(২২) নামের এক মাদক পাচারকারী পুলিশের হাতে আটক হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সূত্রে খরব পেয়ে এস আই রাকিবুর আলম গাজাসহ পাচরকারী আটক করে।
আটককৃত মাদক পাচারকারী উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে গোয়াছনগর উত্তর সুরমা গ্রামের অনু মিয়ার ছেলে।
জানাযায়, তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রাকিবুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিত সময়ে জগদীশপুর ইউনিয়নের কুমিল্লা মার্কেটের সামনে অভিযান চালিয়ে মোকলেছ মিয়াকে ১২কেজি গাজা পাচারকালে আটক করে।
পুলিশ জানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে।