বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের নায়েবের পুকুর পাড়ে অবস্থিত চৌধুরী বাজার সার্বজনীয় পুজা মন্ডপে চুরি মালামাল উদ্ধার করা করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে ওই পূজা মন্ডপে মন্দিরে ভিতরে চুরেরা ডুকে ৩টি কাসা-পিতল, তালাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মন্ডপে গিয়ে মালামাল এলোমেলো অবস্থায় ফেলা দেখতে পান। এ বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সদর থানার ওসি মাসুক আলী, ওসি তদন্ত জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম হবিগঞ্জ শহরের সকল ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করার জন্য পুলিশকে নির্দেশ দেন। এরপর পুলিশ শহরের সকল ভাঙ্গীর দোকানে তল্লাসী চালায়।
শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ওসি তদন্ত জিয়াউর রহমানসহ একদল পুলিশ কামড়াপুর বাইপাস সড়কের আনোয়ারপুর এলাকার আরজু মিয়ার ভাঙ্গারীর দোকানে অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অন্য স্থানে থেকে চুরি হওয়া ৩টি পানির পাম্প ও উদ্ধার করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) রবিউল ইসলাম জানান, চৌধুরী বাজার সার্বজনীয় পুজা মন্ডপে চুরি হওয়া ৩টি কাসা-পিতল, ১টি তালাসহ অন্যান্য চুরি হওয়া মালামালগুলো আনোয়ারপুর এলাকার আরজু মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ সময় তার দোকান থেকে আরো ৩টি চুরি হওয়া পানি পাম্পও উদ্ধার করা হয়েছে।