• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে বাস চাপায় প্রাণ গেল ডেইরী ফার্ম ব্যবসায়ীর

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৩ মে, ২০২৩

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর নামকস্থানে বাস চাপায় প্রাণ হারিয়েছেন হাজী আবদুর রহমান কালা মিয়া নামে (৭০) ডেইরী ফার্ম ব্যবসায়ী।

বুধবার (৩ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটে। নিহত কালা মিয়া পশ্চিম নছরতপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ফজলুল করিম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কালা মিয়া বাড়ী থেকে বের হয়ে সুতাং বাজার যাবার জন্য রাস্তার ফুটপাতে দাড়িয়ে গাড়ীর অপেক্ষ করছিলেন। এসময় শ্যামলী পরিবহণের একটি বাস অন্য একটি গাড়ীকে ওভারটেক করার সময় কালা মিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ করতে থাকে। তাৎক্ষণিক ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এক ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ