বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নবীগঞ্জ শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের,নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ,সাধারণ সম্পাদক হাজী হায়দর মিয়া,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মো. আব্দুল কাইয়ুম,পৌর জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল আজিজ,নবীগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক আশরাফ আলী,জাপা নেতা ফারুক মিয়া,এমরান মিয়া,বদরুল হাসান জাহাঙ্গীর,দীঘলবাক ইউপি জাতীয় পার্টির সাবেক সহসভাপতি মাওলানা মোশাহিদ আলী, নবীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম আহবায়ক মো. হারুন মিয়া,উপজেলা জাতীয় যুবসংহতির সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক চৌধুরী, উপজেলা যুবসংহতি নেতা শামীম চৌধুরী,মোগল মিয়া,কাওছার মিয়া প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় মাওলানা মোশাহিদ আলী মোনাজাত পরিচালনা করেন।